কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, একটি প্রাইভেট কার ও মাদক পরিবহনে ব্যবহৃত সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত ৩৪ বিজিবির সদস্যরা ডগ স্কোয়াডের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালান। তল্লাশীকালে গাড়ির অতিরিক্ত চাকার ভেতর লুকানো অবস্থায় ৭৫ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেট কারের চালক আব্দুল হক (৪৬) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
একই দিন দুপুরে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী আরেকটি প্রাইভেট কার তল্লাশিকালে এক যাত্রী মিলন মাহমুদ সজিব (২৭) কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরবর্তীতে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করালে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার দেহ থেকে ৩ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও তৃতীয় অভিযানে একই দিন দুপুরে মংজয়পাড়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামিরতলী এলাকার একটি পাহাড়ি বাড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ও ৫ লিটার বাংলা মদ জব্দ করে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আটক আসামিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
চাও তো আমি এটাকে আরও সংক্ষিপ্ত/অনলাইন নিউজ পোর্টালের স্টাইল বা প্রেস বিজ্ঞপ্তির ভাষায়ও সাজিয়ে দিতে পারি।
অপরাধ
কক্সবাজারে পৃথক অভিযানে বিপুল ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ২
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply