নিজস্ব প্রতিনিধি :
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বিলম্ব ফিসহ বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিলম্ব ফিসহ ফরম পূরণের বর্ধিত সময় ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সোনালী সেবার মাধ্যমে সংগৃহীত ফি জমা দেওয়ার শেষ সময় পুনঃনির্ধারণ করে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বোর্ডের আওতাধীন সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
কুড়িগ্রাম
এসএসসি ২০২৬: ফরম পূরণের সময় বর্ধিত করল বরিশাল শিক্ষা বোর্ড
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৫৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
3 hours আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
4 hours আগে

Leave a Reply