নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
তাজনূভা জাবীন এনসিপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে তাকে দলটির প্রার্থী হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছিল। তার পদত্যাগে দলটির অভ্যন্তরীণ সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে এনসিপি বর্তমানে বড় ধরনের সংকটে পড়েছে। এ ইস্যুতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের একটি অংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে। জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর থেকেই এনসিপির ভেতরে ভাঙনের সুর স্পষ্ট হচ্ছে।
এর আগে শনিবার সন্ধ্যায় এনসিপি ছাড়ার ঘোষণা দেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। একইভাবে গত বৃহস্পতিবার এনসিপির জামায়াতবিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হকও দল থেকে পদত্যাগ করেন।
পরপর শীর্ষ নেতাদের পদত্যাগে জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী কৌশল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এনসিপির অভ্যন্তরীণ কোন্দল ও আদর্শগত বিভাজন দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
জাতীয়
এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন, দলীয় সংকট আরও ঘনীভূত
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply