হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

এনইআইআর বাস্তবায়নের প্রতিবাদে কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ২০

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৬৩ বার


নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা বাস্তবায়নের প্রতিবাদ এবং গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান নেওয়া মুঠোফোন ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পুলিশ টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং ১২ জনকে আটক করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তিন দফায় এই লাঠিচার্জের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষোভকারীদের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
সরেজমিনে দেখা যায়, এনইআইআর চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে সকাল ১১টার দিকে বাংলামোটর মোড় থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজার মোড় অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। এতে কারওয়ান বাজার মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর বিক্ষোভকারীরা কাঁঠালবাগান এলাকায় অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে তারা পুনরায় কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ দুই দফায় জলকামানের পানি ছোড়ে এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময়ও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। সর্বশেষ পাওয়া খবরে বিক্ষোভকারীরা বসুন্ধরা সিটি শপিংমলের ভেতরে ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!