হাফিজুর রহমান শাহিন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উলিপুর উপজেলার এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচ–এর উদ্যোগে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কম্বল নিতে আসা অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “অভাবের সংসার। টাকা-পয়সা নাই। গরম কাপড় কিনতে পারিনি। তাই শীতে খুব কষ্টে ছিলাম। কম্বল পেয়ে অনেক উপকার হইলো। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচের উলিপুর শাখার আহ্বায়ক শামীম আখতার আমীন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শাহীন, দিনাজপুর মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আব্দুল ওহাব, ফরহাদ হোসেন মোল্লা, শাহানাজ শিরিন, মাহবুবার রহমান, এরশাদুন্নবী, আশরাফুল ইসলাম, আবু সাঈদ, শফিকুর রহমান, রঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কুড়িগ্রাম
উলিপুরে এসএসসি-৮৮ ব্যাচের উদ্যোগে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৮০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
শিক্ষক-শিক্ষক সংঘর্ষের প্রতিবাদে ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
46 minutes আগে
ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না : খুলনার জেলা প্রশাসক
51 minutes আগে

Leave a Reply