পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরাঞ্চলে আর কোনো বেকার যুবক দেখতে চান না তারা। প্রতিটি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট।”
তিনি আরও বলেন, “১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ চলবে। পুরোনো দুর্বৃত্ত যেন নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
স্বাস্থ্য খাতে প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে এবং পঞ্চগড়েও একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার এবং পঞ্চগড়ের বন্ধ চিনিকল পুনরায় চালুর কথাও জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, এনসিপির মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।
জাতীয়
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: পঞ্চগড়ে জামায়াত আমির
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪২৫ বার
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: পঞ্চগড়ে জামায়াত আমির
বিজ্ঞাপন

Leave a Reply