ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগভুক্ত ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (আইইউএমসিএস)–এর ২০২৫-২০২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মোশারফ হোসেন ভবনের ৩১৬ নম্বর কক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ২০২৩ সালের একাডেমিক কাউন্সিলের ২০২তম সভায় অনুমোদিত সোসাইটির কনস্টিটিউশন অ্যান্ড বাইলজের ৭ নম্বর আর্টিকেল অনুসারে এই কমিটি অনুমোদন লাভ করে।
অনুষ্ঠানে প্রধান সোসাইটি মডারেটর ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিমা খাতুন, নির্বাহী সোসাইটি মডারেটর অধ্যাপক ড. রেহেনা পারভীনসহ আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাইহান বিশ্বাস (সেশন ২০১৯-২০)। সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন তালুকদার এম. সোলাইমান (সেশন ২০১৯-২০) এবং ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ইমাম হোসেন (সেশন ২০১৯-২০)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মায় আশরাতুন তাজরীন (সেশন ২০১৯-২০)।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তন্ময় ঘোষ (সেশন ২০১৯-২০) ও মোয়াবেজ রহমান জিম (সেশন ২০২০-২১)। সংগঠন সম্পাদক শাওয়ানা শামিম (সেশন ২০২০-২১) এবং সহকারী সংগঠন সম্পাদক নাজমুল করিম আরনব (সেশন ২০২১-২২)। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফজলে রাব্বি রিমন (সেশন ২০২০-২১) এবং সহকারী কোষাধ্যক্ষ হয়েছেন হুমায়রা আসিমা (সেশন ২০২২-২৩)।
এছাড়া অফিস সম্পাদক তাহসিনা রাইসা (সেশন ২০২০-২১) ও সহকারী অফিস সম্পাদক মুসফিকা বাতেন (সেশন ২০২২-২৩) দায়িত্ব পেয়েছেন। গবেষণা ও একাডেমিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আল জিহাদ জনি ও মো. আব্দুল্লাহ আল আসাদ (উভয় সেশন ২০২১-২২)। সহকারী গবেষণা ও একাডেমিক সম্পাদক হয়েছেন শাদমান শৌমিক এনান ও সোহানুর রহমান (উভয় সেশন ২০২২-২৩)।
মিডিয়া ও পাবলিক রিলেশন সম্পাদক নির্বাচিত হয়েছেন শাদমান খান নাহি (সেশন ২০২০-২১) এবং সহকারী মিডিয়া ও পাবলিক রিলেশন সম্পাদক ফারহান ইশরাক (সেশন ২০২২-২৩)। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউল ইসলাম (সেশন ২০২০-২১) এবং সহকারী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন আকাশ সিকদার (সেশন ২০২১-২২)। ইভেন্ট বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলাইমান হোসাইন (সেশন ২০২১-২২) ও জান্নাতুল করিম শুচি (সেশন ২০২২-২৩)। বহিরাঙ্গন বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান রাব্বি (সেশন ২০২১-২২) এবং সহকারী বহিরাঙ্গন বিষয়ক সম্পাদক আরেফিন সাব্বির (সেশন ২০২২-২৩)।
অনুষ্ঠান শেষে সোসাইটি কর্তৃক আয়োজিত আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ, অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
শিক্ষা
ইবিতে মুট কোর্ট সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সনদ বিতরণ
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২০৮২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
55 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
60 minutes আগে

Leave a Reply