হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৮ বার


নিজস্ব প্রতিবেদকঃ
ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন।
পাম্পালোনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এর প্রতিফলন হিসেবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে একটি উচ্চ পর্যায়ের বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিশনের প্রধান এ সপ্তাহের শেষের দিকে বাংলাদেশে আসবেন এবং রাজনৈতিক নেতাদের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
অধ্যাপক ইউনূস বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোট দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই জুলাই সনদকে সমর্থন করেছে এবং তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে।
সাক্ষাৎকালে পাম্পালোনি অধ্যাপক ইউনূসের পদক্ষেপের প্রশংসা করেন এবং বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে অসাধারণ কাজ করে চলেছেন। অধ্যাপক ইউনূস নিশ্চিত করেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ।
পাম্পালোনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ-ইইউ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এবং এ সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!