হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : আনসার ভিডিপি পূর্ণ প্রস্তুত-মহাপরিচালক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৩৯ বার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : আনসার ভিডিপি পূর্ণ প্রস্তুত-মহাপরিচালক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : আনসার ভিডিপি পূর্ণ প্রস্তুত-মহাপরিচালক

এ কে খান পিভিএম :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্বিক ভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাজধানী ঢাকার খিলগাঁও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন ও গণভোট উপলক্ষে বাহিনীর প্রস্তুতি, প্রশিক্ষণ কার্যক্রম ও ভোট গ্রহণ কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মহাপরিচালক বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে একযোগে শারীরিক ভাবে সক্ষম ও শিক্ষিত তরুণদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত এসব আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন। তিনি আরও বলেন, ভোট গ্রহণের দিন প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ জন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এসব সদস্য ভোটারদের নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবেন। মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে আনসার ভিডিপি একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!