হোম / ঢাকা বিভাগ
ঢাকা বিভাগ

আলফাডাঙ্গায় নিবন্ধিত জেলেদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৭০ বার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে ২০২৫–২০২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৬০ জন নিবন্ধিত সুফলভোগী জেলের মাঝে উপকরণ হিসেবে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ খাইরুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন।
এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত রেখে জেলেদের জন্য বিকল্প আয়ের উৎস তৈরি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। বকনা বাছুর বিতরণের মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু জানান, “জেলেদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্পের আওতায় ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!