মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে আলোচিত নুরজাহান বেগম (৫৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশাররফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে।
নিহত নুরজাহান বেগম মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী এলাকার বাসিন্দা এবং প্রয়াত আবুল খায়েরের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার নুরজাহানের মেয়ে কাজল রেখা মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা গিয়ে নুরজাহানের ঘরের বাইরে তালা ঝুলতে দেখেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কাজল ধামরাই থেকে পৌলীতে মায়ের বাড়িতে এসে তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে মেঝেতে পড়ে থাকা অবস্থায় মায়ের নিথর দেহ দেখতে পান।
খবর পেয়ে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরদিন নিহতের মেয়ে কাজল রেখা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই তদন্তে নামে পুলিশ এবং অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
অপরাধ
আর্থিক বিরোধের জেরে নুরজাহান বেগম হত্যা: রহস্য উদ্ঘাটন, অভিযুক্ত গ্রেপ্তার
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৩৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
3 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply