হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আওমোরি উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৩৬৬৬ বার
আওমোরি উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ডেস্ক নিউজঃ

উত্তর–পূর্ব জাপানে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (জেএমএ)।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে (জিএমটি ২টা ৪৪ মিনিট) আওমোরি প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ২০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) একই মাত্রার তথ্য নিশ্চিত করেছে।

জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর অঞ্চলটির কোনো পারমাণবিক স্থাপনায় তাৎক্ষণিকভাবে কোনো ধরনের অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

এনএইচকে জানায়, শুক্রবারের কম্পনের তীব্রতা সোমবার আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের তুলনায় কম ছিল। সোমবারের শক্তিশালী ভূমিকম্পে সড়ক ধসে পড়ে, ভবনের জানালা ভেঙে যায় এবং প্রায় ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হয়েছিল। সে ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হন।

সোমবারের ভূমিকম্পের পর জেএমএ হোক্কাইডো থেকে শুরু করে টোকিওর পূর্বাঞ্চল চিবা পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করে। সংস্থাটি জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে—তাই সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!