হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আইনজীবীর স্মরণসভা থেকে ‘সহিংসভাবে’ গ্রেপ্তার নোবেলজয়ী মানবাধিকার কর্মী নারগিস মোহাম্মাদি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫০০৪ বার

নিউজ ডেস্কঃ

ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকার কর্মী নারগিস মোহাম্মাদিকে শুক্রবার দেশটির মাশহাদ শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। প্যারিসভিত্তিক ‘নারগিস ফাউন্ডেশন’ জানিয়েছে, একজন আইনজীবীর স্মরণসভা চলাকালে তাকে ‘সহিংসভাবে’ আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নারগিস মোহাম্মাদির ভাই মেহদি মোহাম্মাদি।

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নারগিস মোহাম্মাদির এই গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এক বিবৃতিতে কমিটি তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করে নিঃশর্ত মুক্তির দাবি জানায়। একই সঙ্গে তারা অন্যান্য মানবাধিকার কর্মীদের মুক্তির আহ্বানও জানায়।

বিবৃতিতে নোবেল কমিটি আরও বলেছে, “মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের পক্ষে যারা শান্তিপূর্ণভাবে কাজ করছেন, আমরা তাদের পাশে আছি।”

দুই দশকের বেশি সময় ধরে কারাবন্দি থাকা নারগিস মোহাম্মাদির কারাদণ্ড ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সুযোগ দিতে তাকে সাময়িকভাবে মুক্ত রাখা হয়। সে সময় তার পায়ের হাড়ে ক্যানসার সন্দেহে একটি অংশ অপসারণ করা হয়েছিল। এরপর তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়নি এবং তিনি ফারলোতে ছিলেন—শুক্রবারের গ্রেপ্তার পর্যন্ত।

ইরান সরকার নারগিস মোহাম্মাদির বিরুদ্ধে ‘জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা’, ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো’সহ একাধিক অভিযোগে মোট ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছে।

এই সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!