নিউজ ডিস্কঃ
অল্প সময়ের অভিনয়জীবনে নাটকের জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন কেয়া পায়েল। নিয়মিত কাজ এবং বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি অভিনীত নাটক ‘তুমি আমার বউ’ দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। নাটকের সাফল্যের পর কিছুদিনের বিরতি নিয়ে কেয়া এবার একটি গানের ভিডিওতে ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করেছেন।
এক সাক্ষাৎকারে কেয়া জানান, মাত্র কয়েক বছরের মধ্যে তিনি প্রায় ৪০০ নাটকে অভিনয় করেছেন। ব্যস্ত থাকতে ভালো লাগে অভিনেত্রীকে, তবে ভবিষ্যতে কাজের চাপ কিছুটা কমাতে চান তিনি। সেই ভাবনা থেকেই অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও মনোযোগ দিয়েছেন কেয়া। দেড় বছর আগে তিনি শুরু করেছেন ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’, যেখানে সুযোগ পেলেই নিজের সময় দেন তিনি।
নাটকে নিয়মিত কাজ করছেন ২০২০ সাল থেকে। ব্যস্ততা সত্ত্বেও এখনো বিয়ে করেননি কেয়া, যা ভক্ত ও অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। সম্প্রতি সময় টেলিভিশনের ‘সময়ের গল্প’ অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বিয়ে নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করেন। কেয়া বলেন, “বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।”
বিয়ে ও জীবনদর্শন নিয়ে আরও গভীর ভাবনা শেয়ার করেন কেয়া, “সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।”
বিনোদন
অভিনয় আর ব্যবসায় ব্যস্ত কেয়া পায়েল, বিয়ের বিষয়ে রেখেছেন সৃষ্টিকর্তার ওপরই ভরসা
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৬৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
4 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
4 hours আগে

Leave a Reply