হোম / জাতীয়
জাতীয়

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর, শেষ সময় ৩১ জানুয়ারি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৮১ বার


নিজস্ব প্রতিবেদকঃ
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হকের সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এর আগে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক দফা এক মাস বাড়ানো হয়েছিল, যার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। আয়কর আইন অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ নির্ধারিত থাকলেও এবার অনলাইন ব্যবস্থার কারণে সময়সীমা একাধিকবার বাড়ানো হলো।
সম্প্রতি রিটার্ন দাখিলের সময় আরও বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছিলেন, সময় বাড়ানোর সিদ্ধান্ত রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। যেহেতু এবার প্রথমবারের মতো সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তাই সরকার চাইলে সময় বাড়াতে পারে।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্ট মাসে এনবিআর দেশের সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে।
সময় বাড়ানোর ফলে অনলাইনে রিটার্ন দাখিলে আগ্রহী করদাতারা আরও স্বস্তিতে তাদের রিটার্ন জমা দিতে পারবেন বলে আশা করছে এনবিআর।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!